সামনে এলো অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ছবি

আমাদের ভারত, ১৮ মার্চ:
২০২৪ সালের ১ জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যায় রামমন্দির জনসাধারণের জন্য খুলে যাবে। অমিত শাহ আগেই এই ঘোষণা করেছেন। অমিত শাহের ঘোষণার পর থেকে আরও জোর কদমে কাজ চলছে। এবার মন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের ছবি সামনে এলো। ছবি শেয়ার করেছেন রাম মন্দিরট্রাস্টের মহাসচিব চম্পত রাই।

তিনি যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা গেছে, গর্ভগৃহে এখনো ছাদ বসেনি। নির্মাণ শ্রমিকরা কাজে মগ্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটি। এই গর্ভগৃহেই প্রতিষ্ঠিত হবে রামলালার মূর্তি। জানা গেছে, গর্ভগৃহে কাজ শেষ হতে হতে সেপ্টেম্বর মাস। এদিকে মন্দিরের বাকি অংশে কাজের অর্ধেক সম্পন্ন হয়েছে।

রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছিল ২০২৩ সালে ডিসেম্বর মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে। ২০২৪ সালে জানুয়ারিতে মকর সংক্রান্তির সময় রামলালয়ের মূর্তি স্থাপন করা হবে মন্দিরে। সেই থেকে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। এবছরের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, আগামী বছরের শুরুতেই খুলে যাবে মন্দির। তার ঘোষণা পর থেকেই রাম ভক্তদের মধ্যে উদ্দীপনা আরও তুঙ্গে উঠেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here