ইন্দুরেখা নামে ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন হল বারাসতে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৩ ফেব্রুয়ারি:
উত্তর ২৪ পরগনার বারাসাতে ইন্দুরেখা নামে ব্যাডমিন্টন খেলার স্টেডিয়ামের উদ্বোধন হল। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী যৌথ ভাবে ফিতে কেটে বারাসাতের কে এন সি রোডে এই স্টেডিয়ামের উদ্বোধন করেন।

সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের সাংসদ কোটার তহবিল ও বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বিধায়ক তহবিল ও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে ইন্দুরেখা নামে এই ব্যাডমিন্টন খেলার ইনডোর স্টেডিয়াম। প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই ইন্দুরেখা ইনডোর স্টেডিয়াম পেল বারাসতবাসী। আপাতত দুটি ব্যাডমিন্টন টিম প্যাকটিস করতে পারবেন এই স্টেডিয়ামের কোর্টে। বর্তমানে মহিলাদের অনুশীলনের জন্য এবং আগামীদিনে সর্বসাধারণের প্র্যাকটিসের জন্য খুলে দেওয়া হবে ইন্দুরেখা ইনডোর স্টেডিয়ামটি।

মূলত লক্ষ্য ভালো ব্যাডমিন্টন যারা খেলেন তারা এখানে প্র্যাকটিস করতে পারবেন এবং পরবর্তীকালে ন্যাশনাল, ইন্টারন্যাশনালে খেলার ক্ষেত্রেও তাদের সেই ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।এই স্টেডিয়াম উদ্বোধন করে সাংসদ কাকলী ঘোষ দস্তিদার বলেন, “আগামীদিনে এমন খেলা হবে, বিজেপি বাংলায় খাতা খুলতে পারবে না। বিজেপি রাজ্য সভাপতির কত বড় স্পর্ধা, মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন। ওদের মা দুর্গাই বধ করবে। “

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here