জল সংরক্ষণ ও স্বচ্ছ জল ব্যবহারের মানসিকতা গড়ে তোলার উদ্যোগ প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: স্বাধীনতার ৭৫ তম বর্ষ অমৃত মহোৎসব উপলক্ষে, ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের সঙ্গে জল সংরক্ষণের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এই চুক্তি অনুসারে আগামী দিনে জেলাতে বেশ কিছু জলাশয় দত্তক নিয়ে তার জল স্বচ্ছ করার কর্মসূচি গ্রহণ করেছে এই বিশ্ববিদ্যালয়। এর দ্বারা জল সংরক্ষণের পাশাপাশি স্বচ্ছ জল ব্যবহার করার মানসিকতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এই বিশ্ববিদ্যালয়।

এই কর্মসূচির দ্বারা জল দূষণ রোধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আজ সাংবাদিক বৈঠকে জানান প্রতিষ্ঠানের কার্যকর্তাগণ। এই প্রতিষ্ঠান শুধুমাত্র মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা নিয়ে কাজ করে তা নয়, সামাজিক নানা সমস্যার সমাধান নিয়েও কাজ করে। মেদিনীপুর শহরের ছোটবাজার শিশু উদ্যানে আগামী ২৭ – ২৯ শে মার্চ ত্রিদিবসীয় বর্তমান মানবসমাজে হারিয়ে যাওয়া মূল্যবোধ ফেরানোর বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here