
আমাদের ভারত, বালুরঘাট, ৪ ফেব্রুয়ারি: বালুরঘাটে বিস্ফোরনের পাঁচদিন পরেও একধাপ এগোয়নি তদন্ত প্রক্রিয়া। ঘুমিয়ে থাকার অভিযোগ বালুরঘাট থানার পুলিশের। তদন্ত প্রক্রিয়া নিয়ে জেলা পুলিশের চরম উদাসীনতার অভিযোগ তুলে পুলিশ সুপারের বিরুদ্ধে জেলা শাসককে নালিশ জানালো বিজেপি। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বিজেপির শহর মন্ডল নেতৃত্বরা। এদিন সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসক অফিসে গিয়ে এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সি আই ডি তদন্তেরও দাবি জানানো হয়েছে বিজেপি নেতৃত্বদের তরফে।
৩১ জানুয়ারি বালুরঘাটের ১৩ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে ভয়ানক বিস্ফোরণ ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে বাড়ি মালিক এক মহিলার। ঘটনার তদন্তে ফরেন্সিক দল আসার কথা পুলিশের তরফে জানানো হলেও আজও শুরু হয়নি তার কোনও তদন্ত প্রক্রিয়া। ঘটনার পরেই বিষয়টি নিয়ে পুরসভা নির্বাচনের আগে দ্বিতীয় খাগড়াগড় কান্ড উল্লেখ করে সিআইডি তদন্তের দাবি জানিয়ে জেলা পুলিশ সুপার ও বালুরঘাট থানার আইসির কাছে দরবার করলেও কোনও কাজ হয়নি। এমন পরিস্থিতিতে পুলিশের ঘুমিয়ে থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপির টাউন মন্ডল নেতৃত্ব। তাদের বক্তব্য, এমন ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন শহরে। শাসক দলের চাপে এসপি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না এলাকায়। এমন সব ঘটনা নিয়ে এদিন জেলা শাসককে পুলিশ সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে অবিলম্বে সি আই ডি তদন্তের দাবি জানান বিজেপির টাউন মন্ডল নেতৃত্ব।
বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন জানিয়েছেন, পৌরসভা নির্বাচনের আগে বালুরঘাটে এমন ভয়াবহ বিস্ফোরণে দ্বিতীয় খাগড়াগড় কান্ড উস্কে দিয়েছে । বালুরঘাটে আরও কত তৃণমূল নেতা কর্মীর বাড়িতে এমন বিস্ফোরক মজুত রয়েছে তা জানতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। যার কারণেই জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।