
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ মে: আগামী ১লা জুন থেকে খুলছে না কলকাতার ইস্কন মন্দির। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ১ জুন থেকে খোলা যাবে রাজ্যের ধর্মস্থানগুলি। যদিও সামাজিক দূরত্ব বজায় রেখেই তা খুলতে হবে বলে শুক্রবার নবান্নে জানিয়েছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরেও মন্দির খুলছে না বলেই জানিয়েছেন ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারীক রাধারামন।
তিনি বলেন, কলকাতার ইস্কনের সেবাইতরা বর্তমানে উপস্থিত নেই। তাদের ফিরতে সময় লাগবে। তাছাড়াও গোটা মন্দির চত্বর স্যানিটাইজ করতে হবে। মন্দির খোলার পর ভক্ত সমাগমের বিষয়টি আমাদের দেখতে হবে। তারপরেই ইস্কন বিবেচনা করবে কবে মন্দিরের দরজা খোলা হবে। আরও ১২ থেকে ১৩ দিন পর ইস্কন কর্তৃপক্ষ মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খোলার চুড়ান্ত সিন্ধান্ত নেবে বলে জানিয়েছে তিনি।
যদিও মন্দির খোলার বিষটি নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিরোধীতা করছে।