মহিলা পুরুষের ৭০০ ফুটবল দল নিয়ে জঙ্গলমহল কাপ শুরু পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৩ নভেম্বর: জেলা স্তরের জঙ্গলমহল কাপ শুরু হয়ে গেল পুরুলিয়ায়। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় অযোধ্যা পাহাড়ের কোলে অনুকূল পরিবেশে বাঘমুন্ডি ছাতাটাঁড় ময়দানে আজ আনুষ্ঠানিক সূচনা হল।
ফুটবলে কিক মেরে এদিন মন্ত্রী সন্ধ্যারানি টুড, জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়, পুলিশ সুপার এস সিলভামুরগান  খেলার সূচনা করেন।

জেলার ৯টি  মাও উপদ্রুত থানা ঝালদা, কোটশিলা,  জয়পুর, আড়ষা, বলরামপুর, বাঘমুন্ডি, বরাবাজার,  বান্দোয়ান এবং বোরো থানার যুবক যুবতীর নিয়ে ফুটবল ও অন্যান্য ক্রীড়া সংস্কৃতির চর্চা বাড়িয়ে মানসিক, শারীরিক ভাবে সুস্থ রাখতে এই বার্ষিক প্রতিযোগিতা শুরু হয়। ২০১৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাবনার বাস্তবায়ন করেন। সেই থেকে থানা, মহকুমা, জেলা এবং রাজ্য স্তরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। করোনা আবহের প্রতিকূলতাকে সরিয়ে রেখে এবারও সেই আকর্ষণীয় প্রতিযোগিতাটি শুরু হল পুরুলিয়ায়।
মোট ৩৬০ টি পুরুষ ও ৩৩২ গুলি মহিলা ফুটবল দল অংশ নিচ্ছে।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, বিডিও বিশিষ্ট জনেরা।

অন্যদিকে, ঝালদা সত্যভামা বিদ্যাপিঠেও পুরুলিয়া জেলা পুলিশ ও ঝালদা থানার উদোগ্যে জঙ্গলমহল কাপ এর উদ্বোধন হয়।

এদিকে, এই ভাবে খেলার সুযোগ পেয়ে নিজেদের প্রতিভা উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন বলে জানান অংশ গ্রহণকারীরা। খুশি খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়া প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *