আরবসাগরে যাত্রা শুরু আই এনএস চক্র (এস ৭১)-র

আমাদের ভারত, কলকাতা, ১৬ নভেম্বর: শনিবার বিকাল সাড়ে চারটা নাগাদ ভারত মহাসাগর থেকে আই এন এস চক্র (এস ৭১) রওনা দিল আরব সাগরের উদ্দেশ্যে । ৮০১৪০ টনের অত্যাধুনিক এই রাশিয়ান ডুবজাহাজ পরমাণু বোমা ব্যাবহারে সক্ষম।

আরব সাগরের গভীর সমুদ্র থেকে একটি যাত্রী হীন পাকিস্থানি ট্রলার উদ্ধার করেছে নৌবাহিনী। সেনা বাহিনীর তদন্তকারী আধিকারিকদের অনুমান কমপক্ষে ৮ থেকে ১০ জন ঐ ট্রলারে ছিল। চিরুনী তল্লাশী চালিয়ে যাচ্ছে নৌসেনার জাওয়ানরা। জঙ্গি অনুপ্রবেশ না অন্য কিছু তা খতিয়ে দেখতে ও নিরাপত্তা আরো নিশ্চিত করতে ডাক পড়ে রাশিয়ান কারিগরিসহায়তায় তৈরী নৌবাহিনীর যুদ্ধজাহাজ আই এন এস চক্র (এস ৭১) এর। যদিও জঙ্গি অনুপ্রবেশের কোনও ঘটনার কথা স্বীকার করেনি নৌবাহিনীর সেনা মুখপাত্র। তাদের দাবি এটা রুটিং মহড়া।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here