
ছবি: (ফাইল থেকে নেওয়া)
বিশ্বরূপ অধিকারী, মুর্শিদাবাদ, ৮ অক্টোবর: আজ অভিশপ্ত সেই ৮ অক্টোবর। গত বছর আজকের দিন ছিল বিজয়া দশমী। ৮ অক্টোবর বিজয়া দশমীর দিনে ভর দুপুরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ঘটেছিল নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা। আর যার ফলে নৃশংস ভাবে মৃত্যু হয় জিয়াগঞ্জের বাসিন্দা পেশায় শিক্ষক, বন্ধুপ্রকাশ পাল, তার সন্তানসম্ভবা স্ত্রী বিউটি পাল ও তাদের এক সন্তান অঙ্কন পাল।
আজকের দিনেই এই বাড়ির ভিতরেই নির্মমভাবে পরপর তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। পরে ঘটনাস্থলে পৌছায় পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা। অপরাধীর কঠোর সাজার দাবিতে সোচ্চার হয়েছিল গোটা রাজ্য তথা দেশবাসী। পরে ঘটনার তদন্তে নেমে উৎপল বেহারা নামের মূল অভিযুক্তকে গ্ৰেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত উৎপল বেহালাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং তার জামিনের আবেদন খারিজ করলেন বিচারক সঞ্জয় মিশ্র। এবং পরবর্তী সাক্ষি সুনানীর জন্য দিন ধার্য করেছেন তিনি। এক বছর পরেও ধৃত উৎপল বেহারার শাস্তির দাবিতে সোচ্চার জিয়াগঞ্জবাসী।