শুরু হল ধরপাকড়! লকডাউন ভঙকারীদের বিরুদ্ধে কঠোর হল কলকাতা পুলিশ

নীল বনিক, আমাদের ভারত, ৪ এপ্রিল: লকডাউন ভঙকারীদের বিরুদ্ধে এবার কঠোর হল পুলিশ। লকডাউন ভাঙার অপরাধে দুই ব্যাক্তিকে আটক করল গড়িয়াহাট থানা।

আজ শনিবার সকালে গড়িয়াহাট মোড়ে পুলিশের তরফ থেকে নাকা চেকিং করা হচ্ছিল। সেইসময় পুলিশ একটি অভিজাত পরিবারের গাড়ি আটকায় পুলিশ। তারপর তাদের কাছথেকে গাড়ি নিয়ে বাইরে আসার কারন জানতে চাওয়া হয়। সদুত্তর দিতে না পারায় গাড়ির চালক ও তার সহযাত্রীকে গড়িয়াহাট থানায় নিয়ে আসা হয়। তারপর পুলিশের তরফ থেকে শুরু হয় টানা জেরা। অযথা লকডাউন ভাঙার কারন নিয়ে পুলিশের জেরার মুখোমুখি হতে হয় আটক দুই ব্যাক্তিকে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল আইনভঙকারীদের বিরুদ্ধে কঠোর হবে পুলিশ। প্রথমে লকডাউন মানার জন্য লাঠি চালিয়েছিল কলকাতা পুলিশ। তারপর তারা শহরের বাসিন্দাদের কাছে বিভিন্ন ভাবে অনুরোধ জানায়। আর শনিবার শুরু হলো ধরকাকড়। লালবাজার সূত্রের খবর এবার লকডাউন ভাঙার জন্য ধরপাকর শুরু করবে পুলিশ। করোনার লড়াইতে এবার কলকাতা পুলিশ আইনভঙকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করবে বলে লালবাজার সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *