স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: ইসলামপুর বাইপাসের জমিদাতাদের বকেয়া টাকা এবং গীতাঞ্জলি প্রকল্পের ঘর দেওয়ার দাবিতে ইলিয়াবাড়ি গ্রামের জমিদাতারা বাইপাসের কাজ বন্ধ করে দেয়। আন্দোলনকারিরা বাইপাসের রাস্তাও বন্ধ করে দেয়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌছায়। রাস্তা বন্ধ থাকার ফলে ঠিকাদারি সংস্থার কোনও গাড়ি বের হতে পারেনি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে , ২০০৪/০৫ সালে ৩১ নম্বর জাতীয় সড়কের ইসলামপুর বাইপাস রাস্তা তৈরীর জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহন করেছিল। জমির নায্যমূল্য দেওয়ার দাবিতে ইসলামপুর বাইপাসের জমিদাতারা আন্দোলনে নামেন। এই আন্দোলনের ফলে দির্ঘদিন বাইপাস রাস্তার নির্মাণ কাজে হাত দিতে পারেননি। ২০১৬ সাল নাগাদ জেলা প্রশাসনের সঙ্গে জমিদাতাদের আলোচনায় সমাধান সূত্র বের হয়। আন্দোলনকারিদের দাবি, জেলা প্রশাসনের তরফ থেকে জমিদাতাদের একটি গীতাঞ্জলি প্রকল্পের ঘর দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও জমির জন্য অতিরিক্ত টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ফলে আন্দোলন থেকে সরে আসে জমিদাতারা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার উদ্যোগ নেন। ইতিমধ্যে সড়ক নির্মাণের কাজ প্রায় শেষের মুখে। এদিন বকেয়া টাকা পরিশোধ এবং গীতাঞ্জলি প্রকল্পের ঘরের দাবিতে ইসলামপুর ব্লকের ইলিয়াবাড়ি গ্রামের ৫০ জন জমিদাতা নির্মাণ সংস্থার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায়। বন্ধ করে দেওয়া হয় বাইপাসের রাস্তা। বাইপাসের রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে নির্মানকারি সংস্থার কোনও গাড়ি বের হয়নি। এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।