শুনানির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে, ক্ষমা চেয়ে ছাড় আইনজীবীর

রাজেন রায়, কলকাতা, ২৭ আগস্ট: বেশি চালাকি দেখাতে গিয়ে আরেকটু হলেই ওকালতি করার অধিকার খোয়াতে হচ্ছিল হাইকোর্টের এক আইনজীবীকে। নিয়ম অনুযায়ী আদালতে বিচার চলাকালীন কোনও বিষয়ে আদালত কক্ষে দাঁড়িয়ে যেমন ছবি তোলা যায় না তেমনি অনলাইন শুনানির কোনও ছবিও প্রকাশ করা যায় না। একমাত্র রায়দান ঘোষণা করতে পারেন সরাসরি বিচারপতিই। কিন্তু মামলার অগ্রগতি সম্বন্ধে জানাতে উৎসাহের বশে কম্পিউটারে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেছিলেন এক আইনজীবী শিবরতন কাকরানিয়া। তারপর সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করে দেন।

আর এই স্ক্রিনশট শেয়ারের কারণেই আদালত অবমাননার দায়ে পড়ে গিয়েছিলেন তিনি। ওকালতি বাতিল থেকে হাজতবাসের মত শাস্তি হতে পারত তার। ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করেন বিচারপতি রাজশেখর মান্থা। তবে কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে কোনও ক্রমে পার পেয়েছেন ওই আইনজীবী।

বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, আদালতের কার্যক্রমের স্ক্রিনশট নেওয়া এজলাসে বসে ছবি তোলার সমতুল। শিবরতন কাকরানিয়া একটি হলফনামা পেশ করে তাঁর কৃত কর্মের জন্য নিঃশর্ত ক্ষমাযাচনা করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত হতেই পোস্টটি মুছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ওই পোস্টে তাঁর করা মন্তব্যও সম্পূর্ণ অনিচ্ছাকৃত। শিবরতন কাকরানিয়ার এই আবেদন আদালত গ্রহণ করে তার বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ প্রত্যাহার করেছে। তবে তাঁকে এই ব্যাপারে ভবিষ্যতে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *