সিএএ-এনআরসির প্রতিবাদে এবার পথে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২০ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে আগেই পথে নেমেছেন একাধিক নেতৃত্ব, নাগরিক এবং পড়ুয়ারা। এবার প্রতিবাদ মিছিল অংশ নিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ। সোমবার হাইকোর্ট-এর মেন গেট থেকে মিছিল শুরু হয়ে সিটি সিভিল কোর্ট-এর মেন গেটে গিয়ে তা শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করেন কলকাতা হাইকোর্টের বহু বিশিষ্ট আইনজীবীরা। এদেরই মধ্যে একজন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘নতুন এই আইন অনুযায়ী ভারতের প্রত‍্যেকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। ভোটার কার্ড সহ ভোটার লিস্ট যদি নাগরিক পরিচয় না হয়, তাহলে প্রধানমন্ত্রী কার ভোটে নির্বাচিত হলেন? সমস্ত প্রথাগত পুরনো সিস্টেম কেটে দিয়ে নিজেদের সিস্টেম চাপাতে চাইছে বিজেপি।

তিনি আরও বলেন, ‘আগেই সাধারণ মানুষের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েছে, এবার যাতে পুরো সকলের ওপর নজরদারি করে ইচ্ছামত চালনা বা প্রয়োজনে তাড়িয়ে দেওয়া যায়। নাগরিকদের হাতের পুতুল করতে চাইছে বিজেপি। অপপ্রচার করে উগ্র হিন্দুত্ববাদকে মানুষের উপর জোর করে চাপানোর চেষ্টা করছে। সচেতন নাগরিকরা কখনই সেটা মেনে নেবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *