যারা হিন্দুদের উপর অত্যাচার করছে ৬ মাস পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ৩১ ডিসেম্বর: যারা হিন্দুদের উপর অত্যাচার করছে আর কয়েক মাস পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা উত্তম অধিকারী। গতকাল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় হিন্দু জাগরণ মঞ্চের সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হিন্দু যুবকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছিলেন। আজ হিন্দু জাগরণ মঞ্চের সভা থেকে বলা হল, অত্যাচারকারীদের প্রকাশ্য মঞ্চে তুলে তাদের থেকে কড়ায়-গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে।

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপীর রাধানগর হাটে হিন্দু সম্মেলনের আয়োজন করে হিন্দু জাগরণ মঞ্চ। সেই মঞ্চ থেকে জেহাদ মুক্ত বাংলা গড়ার ডাক দেওয়া হয়। এদিন বক্তব্য রাখেন হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, যুব বাহিনী প্রমুখ ছোটন আচার্য এবং পলটু কুকরী, জেলা সম্পাদক উত্তম নস্কর। প্রত্যেকে প্রায় একই সুরে বলেন, যারা ভারতের খেয়ে পাকিস্তানের কথা বলবে, যারা পাকিস্তান জিতলে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবে তাদের এই দেশে থাকার অধিকার নেই। আগামী দিনে তাদের হয় পাকিস্তানে না হলে কবরস্থানে পাঠিয়ে দেওয়া হবে।

উত্তম অধিকারী বলেন, এই রাজ্যে যারা হিন্দুদের উপর অত্যাচার করছে তাদের নাম হিন্দু জাগরণ মঞ্চের ডায়েরিতে লেখা থাকছে, সে যে স্তরের নেতা হোক না কেন। আর কয়েক মাস পরে মঞ্চে তুলে তাদের বিচার করা হবে। বামপন্থীদেরও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনো সময় আছে বামেরা রাম নাম নিক, না হলে তাদের চীন এবং রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এটা শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের মাটি, এখানে রামকে বহিরাগত বলার কোনও অধিকার কারও নেই। যে রামকে বহিরাগত বলছে সে এই দেশে থাকার যোগ্যই নয়। তিনি বলেন, এই বাংলাকে জেহাদ মুক্ত করার জন্য আমাদের কার্যকর্তারা কাজ করছেন। হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তাদের এই কাজকে তিনি স্বাধীনতা সংগ্রামীদের কাজের সঙ্গে তুলনা করে বলেন, আগামী দিনে তারা আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত অখন্ড ভারত গড়ার স্বপ্ন দেখেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here