চিত্ত মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জানুয়ারি: নির্বাচন কমিশনের কড়াকড়িতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তৈরি করছে দুষ্কৃতীদের তালিকা। ভোটের সময় যেসব দুষ্কৃতকারী গন্ডগোল পাকাতে পারে কিংবা মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলছে তাদের নামের তালিকা পৃথক পৃথকভাবে তৈরি করছে জেলা পুলিশ। পুলিশের ভাষায় এরকম প্রায় ষাট জন ট্রাবল মঙ্গারকে চিহ্নিত করে তাদের একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলার পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন।
জেলা পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় যে পনেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার প্রায় সব কটিতেই এরকম ট্রাবল মঙ্গার রয়েছে। তাদের প্রত্যেককেই চিহ্নিত করণ করা হচ্ছে। ইতিমধ্যেই খড়্গপুরে পাঁচজন, গড়বেতায় চারজন, চন্দ্রকোনায় ছয়জন, মেদিনীপুরে আটজন এবং কেশপুরে সর্বাধিক চৌদ্দ জনকে চিহ্নিত করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভোট যত এগিয়ে আসবে এই সংখ্যাটি ক্রমশ বাড়তে থাকবে। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু করার পাশাপাশি ধরপাকড় শুরু হয়েছে। কেশপুরে এ পর্যন্ত ১৪ জনের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কমিশনের কড়া পদক্ষেপের কথা জানতে পেরে ট্রাবল মঙ্গারদের অনেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পুলিশি তল্লাশিতে তাদের ধরা না গেলে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।