পালটে গেল মালদা–জামালপুর ইন্টারসিটি এক্সপ্রেস

আমাদের ভারত, মালদা, ২০ ডিসেম্বর: মালদা–জামালপুর ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন কোচ উদ্বোধন হল। মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার শুক্রবার ভোরে মালদা টাউন স্টেশন থেকে এই নতুন কোচ বিশিষ্ট ইন্টারসিটি জামালপুর এক্সপ্রেস যাত্রা শুরু করান। ফিতে কেটে উদ্বোধন করলেন মালদা ডিভিশনের ডি আর এম যতীন্দ্র কুমার। সঙ্গে ছিলেন রেলের অন্যান্য উচ্চপদস্থ কর্মীরা।

মালদা রেলওয়ে ডিভিশনের ডি আর এম যতীন্দ্র কুমার জানান, পুরনোর বদলে লাল রং বিশিষ্ট এই নতুন কোচ মালদা–জামালপুর ইন্টারসিটি এক্সপ্রেস লাগানো হলো। এর ফলে ২০ শতাংশ সিট ক্যাপাসিটি বাড়ল। পাশাপাশি পাওয়ার সাপ্লাই নতুন ভাবে করা হল। সব মিলিয়ে এই গাড়িতে ১৪ টি কোচ রয়েছে। এতে বাড়তি সুবিধা পাবে যাত্রীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here