ফের বাড়ছে করোনা, ২৪ জুলাই পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দিল মণিপুর সরকার

আমাদের ভারত, ১৩ জুলাই: ফের মাথাচাড়া দিয়েছে করোনা। আর সেই কারণেই মণিপুরে আগামী ২৪ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির হার দেখেই আগামী দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। জানাগেছে, মণিপুরের সংক্রমণের হার ১৫ শতাংশ পার করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মণিপুর সরকারের তরফে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, সংক্রমণের হার ১৫ শতাংশের ওপরে পৌঁছে যাওয়ার কারণেই সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আগামী ২৪ জুলাই পর্যন্ত বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। ১২ বছরের নিচের শিশুদের টিকার ব্যবস্থা হয়নি। মূলত সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার মণিপুরে নতুন করে ৫৯ টি সংক্রমনের কেস সামনে এসেছে। সোমবার ৪৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হবার খবর মিলেছিল। স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৫ শতাংশ সংক্রমণ যেমন বেড়েছে তেমনি ১৫ জন রোগী সুস্থ হয়েছেন। মণিপুরে এখনো পর্যন্ত করোনায় ৬৬ হাজার ১৩৬ টি কেসের খবর ছিল। যার মধ্যে ৫৭ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন। ২১২০ জনের মৃত্যু হয়েছে। করোনার পজিটিভিটি রেট ১৫.৬ শতাংশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here