কাজের দাবিতে পুরুলিয়ার জেলাশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ আত্মসমর্পণকারী মাওবাদীদের

সাথী দাস, পুরুলিয়া, ১ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মাওবাদী প্যাকেজের দাবি তুলে জেলাশাসক দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আত্মসমর্পণকারী মাওবাদীরা। আজ মাওবাদী প্যাকেজের দাবি তুলে শতাধিক আত্মসমর্পণকারী মাওবাদী পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান। পোস্টারে মুখ্যমন্ত্রীর কাজ দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরা হয়। একই সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল হোম গার্ড পদে কাজের দাবি জানান তাঁরা।
পরে জেলাশাসকের নিকট একটি স্মারকলিপি জমা দেন তাঁদের একটি প্রতিনিধি দল। তাঁদের দাবি পূরণ না হলে ফের মাওবাদী সংগঠনে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন।

রাজ্যে পালা বদলের পর মাও অধ্যুষিত জঙ্গলমহলের পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আত্মসমর্পণ করেন মাওবাদীরা। কিন্তু রাজ্য সরকারের দু’দফার পরে জেলার বহু আত্মসমর্পণকারী মাওবাদীদের জোটেনি রাজ্য সরকারের চাকুরি বলে অভিযোগ আজকে বিক্ষোভরতদের। তাই, নিজেদের দাবি পূরণে আবার পথে নামলেন তাঁরা। এদিন প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ দেখানোর পর জেলাশাসককে স্মারকলিপি জমা দেন তাঁরা।

বিষয়টি নিয়ে জেলা শাসক অভিজিৎ মুখার্জি বলেন, “এঁদের আবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। সব কিছু খতিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here