
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ ফেব্রুয়ারি: এবার ভারতবর্ষের সবথেকে ছোট মানচিত্র এঁকে ইন্ডিয়া রেকর্ড বুকে জায়গা করে নিলেন শান্তিপুরের বাসিন্দা সায়ন পাল। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল গান-বাজনা করা এবং ছবি আঁকা। সেই সঙ্গে নিজেকে কোনও কাজের মধ্য দিয়ে তুলে ধরা।
সায়ন পালের দাবি, অতীতে যারা বিভিন্ন কাজের মধ্য দিয়ে মুখ উজ্জ্বল করেছে তাদের কাছ থেকে অনুপ্রেরণা জেগেছে আমার। আমারও ইচ্ছে ছিল কোনও কাজের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরা। গত ৮ জানুয়ারি অনুপ্রেরণা থেকে এবং নতুন ভাবনাকে তুলে ধরতে হঠাৎ চিড়ের ওপর একটি ভারতের মানচিত্র এঁকে ফেলেন তিনি। এরপর ৮ জানুয়ারি রাতে ইন্ডিয়া রেকর্ডবুকের ওয়েবসাইটে সেটিকে আপলোড করেন। গত ১৪ জানুয়ারি তার কাছে মেসেজ আসে যে তার নাম ইন্ডিয়া রেকর্ড বুকে তোলা হল। সায়ন পালের দাবি, তিনি যে মানচিত্রটি এঁকেছেন তাঁর দৈর্ঘ্য এবং প্রস্থ হল ১.৫ মিলিমিটার বাই ০.৫ মিলিমিটার।