করোনা মোকাবিলায় বালুরঘাটে সামাজিক দূরত্বে সরলো বাজার

আমাদের ভারত, বালুরঘাট, ২৭ মার্চ:
করোনার সামাজিক দূরত্ব বজায় রাখতে বালুরঘাটে তহ বাজার সরানোর সিদ্ধান্ত প্রশাসনের। রবিবার সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত হাইস্কুল মাঠেই বসবে বাজার। শুক্রবার এই মর্মে বালুরঘাট ব্যবসায়ী সমিতির সম্পাদককে চিঠি দিয়ে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হাইস্কুল মাঠেই শহরের বাসিন্দারা সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাইস্কুল মাঠেই খোলা থাকবে দোকানগুলি।এদিন এই বিষয়ে অবগতির জন্য বালুরঘাট হাইস্কুল কর্তৃপক্ষকেও ওই চিঠি পাঠানো হয়েছে প্রশাসন বোর্ড পরিচালিত বালুরঘাট পৌরসভার তরফে।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, করোনা মোকাবিলায় বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক দূরত্ব বজায় রাখা। যে লক্ষ্যেই শহরের তহ বাজার থেকে মাছ, মাংস এবং সবজির দোকান হাইস্কুল মাঠে সরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। রবিবার থেকে হাইস্কুল মাঠেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেই সব সামগ্রী কিনতে পারবেন সাধারণ মানুষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here