
নীল বনিক, আমাদের ভারত, ১৩ আগস্ট: বাংলার মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করতে বৈঠক প্রধানমন্ত্রী ও সংঘপ্রধান মোহন ভাগবতের। জানা গেছে, এই বৈঠকে কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে, তাদের মধ্যে একজন সন্ন্যাসীর নামও রয়েছেন। তবে প্রধানমন্ত্রী চান বিজেপি ভেতর থেকেই কোনও মুখ তুলে আনা হোক। তাঁর ইচ্ছা বাংলার কোনও ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে প্রচারে নামুক বিজেপি।
বিশ্বস্ত সূত্রের খবর ৫-ই আগষ্ট অযোধ্যায় এই বৈঠক হয়েছে। রামমন্দিরের ভূমি পূজো সেরে প্রায় ৩০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন সংঘ চালক। বৈঠকে বাংলার এক সন্যাসীর নাম করেছেন মোহন ভাগবত। কিন্তুু প্রধানমন্ত্রী একেবারেই রাজি নন। সূত্রের খবর প্রধানমন্ত্রীর বক্তব্য, এই মুহূর্তে কোনও সন্যাসীকে সামনে রেখে ভোটে গেলে দলের ক্ষতি হতে পারে। তবে সংঘ চালকে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী কোনও ভূমিপুত্রকেই করবে দল, যার সঙ্গে মাটির সংযোগ থাকবে।
প্রসঙ্গত, কয়েকমাস আগে ব্রিগেডে অমিত শাহ জনসভায় বলেছিলেন বাংলার দায়িত্ব ভূমি পূত্রের হাতেই ছাড়া হবে। এই বিষয়ে বাংলার মানুষের কোনও চিন্তা নেই। তারপর থেকেই চর্চা শুরু হয়ে গেছে, বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে তুলে ধরবে। এ ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম এসেছে। সম্প্রতি এক সন্ন্যাসীর নামও এসেছে এই আলোচনায়।
এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ বাছতে অযোধ্যাতেই বৈঠক করলেন প্রধানমন্ত্রী এবং সংঘপ্রধান। প্রধানমন্ত্রী মোহন ভাগবতকে বুঝিয়েছেন কয়েকমাস আগেই বাংলার মহারাজদের সঙ্গে কথা হয়েছে। বেলুড় মঠে রাত্রিবাস করার সময় মহারাজদের সঙ্গে কথা হয়েছে তাঁর। বাংলার আগামী দিনের দিশা ঠিক করতে রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাই বাংলার দিশা ঠিক করতে আগামী দিনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানকে গুরুত্ব দেওয়ার কথা বললেও এই মুহূর্তে কোনও সন্যাসীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরতে অনিচ্ছুক নরেন্দ্র মোদী।
জানাগেছে, সংঘ ঘনিষ্ঠ বেলুড়মঠের ওই সন্যাসী চিকিৎসকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে সক্রীয় হয়েছেন আরএসএসের একাংশ, তেমনটাই সূত্রের খবর। তবে যাঁকে নিয়ে এত আলোচনা সেই সন্যাসী সংঘের কার্যকর্তাদের জানিয়েছেন, তিনি সেবা ছেড়ে রাজনীতিতে নামতে চান না।