সরকারি নির্দেশ মেনে মন্ডপ তৈরীর আহ্বান প্রশাসনের

আমাদের ভারত, হাওড়া, ৩ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোয় সরকারি নির্দেশ মেনে পুজো মন্ডপ তৈরির আহ্বান জানালেন হাওড়া জেলা প্রশাসনিক আধিকারিকরা। শনিবার উলুবেড়িয়া রবীন্দ্রভবনে সাধারণ সমন্বয় সভা থেকে উলুবেরিয়া মহাকুমা পূজা কমিটির কাছে এই আহ্বান জানান জেলা প্রশাসনের আধিকারিকরা। তারা বলেন, অন্যান্য বারের তুলনায় এবারের পরিস্থিতি একটু অন্যরকম। আর সেই দিক মাথায় রেখে পুজোমণ্ডপ খোলামেলা রাখার আহ্বান জানালেন আধিকারিকরা।

জেলায় দুর্গাপুজোয় প্রায় ১০ লক্ষ মানুষ ঠাকুর দেখতে বের হয়। সুতরাং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সমস্ত মানুষের দিকে প্রতিটি পুজো কমিটির লক্ষ্য রাখা উচিত। প্রশাসনিক আধিকারিকরা বলেন, এতদিন শিশুরা ঘরে থাকলেও পুজোর সময় তারা ঘরের বাইরে বের হবে। আর সেক্ষেত্রে তাদের প্রতি বাড়তি নজর দেওয়াটা প্রতিটি পূজা কমিটির কর্তব্য। এবারে দুর্গাপুজোয় প্রতিটি পুজো মণ্ডপে মাক্স স্যানিটাইজার বাধ্যতামূলক করা ছাড়াও পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানান আধিকারিকরা। তবে অন্যবারের মতো এবারে দুর্গাপূজার পর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়ে দেন প্রশাসনিক আধিকারিকরা।তারা বলেন, প্রতিমা নিরঞ্জনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন নির্ধারিত রাস্তা দিয়েই প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যেতে হবে। পুজোয় বিচারকদের জন্য প্রশাসনের তরফে বলা হয় দুটির বেশি গাড়ি মন্ডপে নিয়ে যাওয়া যাবে না এবং সকাল ১০টা থেকে বিকেল
৩টে পর্যন্ত বিচারকরা মণ্ডপে যান সেদিকেও খেয়াল রাখতে হবে।

এদিনের এই সাধারণ সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক মুক্তা আর্য, বিধায়ক পুলক রায়, বিধায়ক ইদ্রিস আলী, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উলুবেড়িয়ার মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিনের এই সভায় উলুবেড়িয়া মহকুমার একাধিক পূজা কমিটি উপস্থিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *