সংঘাতের আবহে রাজ্যের উদ্দেশ্যে সন্ধির বার্তা রাজ্যপাল জগদীপ ধনকরের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ ডিসেম্বর:
রাজ্যের প্রতি এবার সন্ধির বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, কোনও পদ্ধতিই ত্রুটি মুক্ত নয়। তাকে এগিয়ে নিয়ে কাজ করাটাই কাজ বলে রবিবার রাতে ভাষাপরিষদের এক অনুষ্ঠানে জানান রাজ্যপাল। তিনি বলেন, আমি কখনই পিছনে দেখি না। যদি সবসয় পিছনে দেখি তাহলে কখনই আগে এগিয়ে যেতে পারবো না। জনতার সেবা করার জন্য ওপেন মাইন্ড হতে হবে। যদি আগে এগিয়ে যেতে হয় তাহলে এক পা আমাকে আগাতে হবে। তার সঙ্গে অন্যপা রাজ্যকে বাড়াতে হবে বলে রাজ্যের প্রতি সন্ধির বার্তা দেন রাজ্যপাল জগদীপ ধনকর।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে যাদপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যপালের সঙ্গে ফের সংঘাত হয় রাজ্যের। তারপর আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে রাজ্যপালের চিঠিতে সংঘাত আরও বৃদ্ধি পায়। কলকাতার মেয়র প্রকাশ্যে রাজ্যপালকে আক্রমন করে বলেন, এ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে জগদীপ ধনকরকে ভাবতে হবে না। বরং উনি যোগীরাজ্য উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে ভাবুক। এমনকি রাজ্যপালকে নিয়ে রাজ্যের মানুষ হাসাহাসি করছে বলে জগদীপ ধনকরকে কটাক্ষ করেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। তবে রাজ্যের মন্ত্রীদের সব কটুক্তির জবাব এদিন রাতে গান্ধীর নীতিতেই দিলেন। তিনি বলেন, আমি পিছনে তাকাই না। ভালো কিছু করার জন্য আমি সবসময় পজিটিভ থাকি। তবে রাজ্যপালের এমন সন্ধির বার্তায় তৃণমূলের মন গলে কিনা এখন সেটাই দেখার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here