বাইক ছিনতাইয়ে বাধা, উলুবেড়িয়ার বীরশিবপুরে যুবককে গুলি দুষ্কৃতীদের

আমাদের ভারত, হাওড়া, ১১ জানুয়ারি: বাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিল ইঞ্জিনিয়ারকে গুলি করল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার বীরশিবপুরে। আহত যুবকের নাম পিনাকি দাস। বাড়ি সাঁকরাইলের রানীহাটি নাবঘড়ায়। আহত যুবকের কাঁধে ও পিঠে গুলি লেগেছে। আহত যুবক বর্তমানে কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানাগেছে, রবিবার সন্ধ্যেয় পিনাকি দাস পাঁচলায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করে রাতে বাড়ি ফেরার সময় লক্ষ্য করে তার মানিব্যাগ খোওয়া গিয়েছে। সূত্রের খবর, বন্ধুর পরামর্শে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করার জন্য রাত দশটা নাগাদ বাইকে চেপে পিনাকি দাস উলুবেড়িয়া থানার উদ্দেশ্যে রওনা দেয়। পিনাকি দাসের বন্ধু রাতে পথ চিনতে না পেরে ভুল করে বীরশিবপুরে চলে যায়। তাদের বক্তব্য বীরশিবপুরে পিনাকীর মোবাইলে ফোন আসলে সে কথা বলা শুরু করলে পিছন দিক থেকে আসা দুই দুষ্কৃতী তার পিঠে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। পিনাকী দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র হাত দিয়ে চেপে ধরলে তারা গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইকের ট্যাঙ্কে লাগে। অভিযোগ, এরপর দুষ্কৃতীদের সঙ্গে পিনাকীর ধস্তাধস্তি শুরু হলে তারা দুটি গুলি চালায়। একটি গুলি পিনাকীর কাঁধে ও অন্যটি পিঠে লাগে। এরপরে বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার পর পিনাকী বাইক নিয়ে কুলগাছিয়ায় তার এক বন্ধুর বাড়িতে যায়। পরে বন্ধুর সাহায্যে প্রথমে চন্ডিপুর গ্রামীণ হাসপাতাল পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়। রাতেই পিনাকীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান, ঘটনার তদন্ত চলছে। জাতীয় সড়কে টহলদারি বাড়ানো হয়েছে। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here