বিজেপির রাজ্য সভাপতিকে নির্বাচনে জেতার চ্যালেঞ্জ বিধায়কের

আমাদের ভারত, হাওড়া, ৬ জুন: ২০২১ এর বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুর বিধানসভা থেকে জেতার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুড়লেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। শনিবার উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই চ্যালেঞ্জ করেন বিধায়ক সমীর পাঁজা।

এদিন তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুরের ২৬০টি বুথে কেন্দ্রীয় বাহিনী পাহারা দেওয়ার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল প্রার্থীর জয় কেউ আটকাতে পারবে না। এদিন সমীর পাঁজা অভিযোগ করেন, উদয়নারায়ণপুরের এক চিকিৎসক দুর্ঘটনায় আহত হওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হয় পরে তিনি করোনা সংক্রমণের শিকার হননি এই সার্টিফিকেট নিয়ে উদয়নারায়ণপুরে ফিরে আসেন। যদিও পরবর্তী সময়ে তিনি অসুস্থ হয়ে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর পর তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে বিজেপি সেটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্ট করে মানুষকে বিভ্রান্ত করে। যদিও পরে আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ ব্যবস্থা নেয়।

বিধায়ক সমীর পাঁজা অভিযোগ করেন, লকডাউনের প্রথম দিন থেকেই তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করলেও বিজেপি ঘরে বসে মিথ্যা ও ভুয়ো ভিডিও পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করছে। এদিন তিনি বলেন, এখনোও পর্যন্ত উদয়নারায়ণপুরে ১১০০ পরিযায়ী শ্রমিক এসেছে এবং এদের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে যাদের মধ্যে ৫০ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনা মোকাবিলায় কাজ করে চলেছেন তাতে আমরা করোনাকে জয় করবই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *