দাসপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে ওসিকে সরানোর কথা বললেন বিধায়ক

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ নভেম্বর:
দাসপুরের ওসি সুদীপ ঘোষালের বদলি চাইছে তৃণমূল ।রবিবার দাসপুরের চাইপা–এ তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে বক্তব্য রাখার সময় একথা সরাসরি বলেন দাসপুরএর বিধায়ক মমতা ভূঁইয়া। এই বিষয়ে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিধায়ক বলেন দাসপুরে বিজেপিকে মদত দিচ্ছে ওসি, এর জন্য আমরা ওসির বদলি চাই। শুধু তাই নয় তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, যদি ওসি কে বদলি না করা হয় তাহলে ২৪টি অঞ্চলের তৃণমূল কর্মীদের লড়াই করা খুব কঠিন হবে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। বিজেপির বক্তব্য, আমাদের দেশে শাসকদলের কথামতো প্রশাসনিক আধিকারিকের চলতে হয়। যদি শাসকদলের পছন্দ মত কাজ আধিকারিকরা না করেন তাহলেই শাসক দলের রোষের মুখে পড়তে হয় আধিকারিকদের।
এদিকে সরাসরি প্রকাশ্য মঞ্চ থেকে বিধায়কের ওসি র বদলি চাওয়া কে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here