
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জুলাই:
পারিবারিক অশান্তির জের, ২২ বছরের ছেলের ঘরে আগুন লাগিয়ে সেই আগুনে আত্মঘাতী হলেন মা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি নদিয়ার ফুলিয়া।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলার বাসিন্দা পেশায় কাপড় ব্যবসায়ী দীপক বসাকের সাথে তার স্ত্রী জয়ন্তী বসাকের বচসা হয়। অভিযোগ, এরপরেই জয়ন্তী দেবী তার ২২বছরের ছেলে বিশ্বজিতের ঘরে আগুন লাগিয়ে দেন। পরে স্থানীয় মানুষজন ঘরের তালা ভেঙ্গে তাদের উদ্ধার করে রানাঘাট আনুলিয়া হাসপাতালে পাঠালে জয়ন্তীদেবীর মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছেলে বিশ্বজিৎ।