আড়াই বছরের ছেলে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল মা

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ ডিসেম্বর: পারিবারিক অশান্তির জেরে আড়াই বছরের ছেলে গলায় ফাঁস দিয়ে মেরে ঝুলিয়ে দিল মা। এরপর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের উলুপাড়া এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম সাবিত্রী দাস রাজবংশী (২৩) ও ছেলের নাম বিক্রম রাজবংশী। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।

পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের উলুপাড়া এলাকার বাসিন্দা ভবো রাজবংশীর সাথে দূর্গাপুর এলাকার বাসিন্দা সাবিত্রীর সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী সাবিত্রী মানসিক সমস্যাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ছয় মাস আছে ভবো তার স্ত্রীর চিকিৎসার জন্য বহরমপুরে গিয়েছিলেন। ভবো আজ সকালে তার ভাইয়ের সাথে দেখা করতে যান। এর মধ্যে শাশুড়ি ও বৌমার সাথে ঝামেলা হওয়ায় বৌমা তার শাশুড়িকে মারধর করে বলে অভিযোগ। ভবো বাড়িতে ফিরে এসে দেখেন তাঁর মাকে সাবিত্রী মারধর করেছে। কেন মাকে মারধর করা হল তা নিয়ে স্ত্রীকে জিজ্ঞাস করতে গেলে তাদের মধ্যে শুরু হয় গন্ডগোল। গন্ডগোল হওয়ায় ভবো বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ আছে। দরজাটি ভেঙ্গে দেখেন স্ত্রী ও ছেলে ঝুলে আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মৃত্যুর খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসে বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। মা ও ছেলের মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here