রাম নবমীতে দাঙ্গা লাগানোর মমতার অভিযোগ খারিজ করল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঙ্গা লাগানোর অভিযোগ খারিজ করল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। সংগঠনের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ বলেন, সঙ্ঘ পরিবার বা বিজেপি কখনই দাঙ্গা লাগায় না। রাজ্যে দাঙ্গার জন্য সরাসরি তৃণমূলকেই দায়ী করলেন তিনি।

আজ মুর্শিদাবাদে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাম নবমীতে রাজ্যে দাঙ্গা লাগানোর পরিকল্পনা রয়েছে। বিজেপি এই দাঙ্গা লাগাতে চাইছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, শান্তিতেই রামনবমী ও ঈদ পালন করুন আপনারা। কোনও প্রোরচনায় কান না দেওয়ার আবেদন মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছে জানান তৃণমূল সুপ্রিমো। এই প্রসঙ্গে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক বলেন, দাঙ্গা লাগানোর কোনও পরিকল্পনা থাকলে আপনি কমিশনকে জানান। প্রশাসনকে জানান। মানুষের সামনে তথ্য প্রমাণ তুলে ধরুন। তাহলে বুঝব আপনি সবটাই সত্যি কথা বলছেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আপনি তা পারবেন না। ভোটের সময় দুই সম্প্রদায়কে নিয়ে গরম কথা বলে হাওয়া গরম করছেন। এরপরই আলি আফজাল চাঁদ বলেন, আপনি হাওয়া গরম করবেন না। আপনি হাওয়া গরম না করলেই রাজ্যে শান্তিতে রামনবমী ও ঈদ পালন হবে। রাম নবমীর দিন রাজ্যের বহু জায়গায় ধর্মপ্রাণ মুসলিম হিন্দুদের সাহায্য করবে। এটাই আমাদের প্রথা। আর এই প্রথাকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করলেন আলি আফজল চাঁদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *