ভাড়া না বাড়ালে লকডাউন শেষে রাস্তায় বাস নামবে না বলে জানিয়ে দিল উত্তর দিনাজপুর বাস মালিকদের সংগঠন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ জুন: লকডাউন শেষে ভাড়া বৃদ্ধি না করলে বাস মিনিবাস পরিষেবা অনিশ্চিত বলে জানিয়ে দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ডিজেলকে জিএসটি’র আওতায় আনতে হবে। এই দুই দাবি মানা না হলে, আনলক পরবর্তী সময়ে বাস মিনিবাস পরিষেবা অনিশ্চিত, এই স্টিকার লিখে মঙ্গলবার সমস্ত বেসরকারি বাস মিনিবাসে সাঁটয়ে দিল বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফলে লকডাউন শেষ হলেও তাদের পক্ষে যে রাস্তায় বাস নামানো সম্ভব নয় তা স্পষ্ট করে দিলেন বাস মালিকরা।

প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হলেও ভাড়া বৃদ্ধি হয়নি বাস মিনিবাসের। অস্বাভাবিক হারে ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বাস মিনিবাসের জ্বালানী খরচ বেড়েছে দুই-তিন গুন। অথচ বাসের ভাড়া বৃদ্ধি করার কোনও উদ্যোগ নেয়নি সরকার। ফলে একপ্রকার ক্ষতি স্বীকার করেই পরিষেবা দিতে হচ্ছে বাস মালিকদের। প্রায় দেড় বছর ধরে চলছে লকডাউন ও আনলক পর্ব। করোনা সংক্রমণের আশঙ্কায় রাস্তায় বের হচ্ছে না সাধারণ মানুষ। আনলক পর্বে বাসগুলি রাস্তায় নামলেও যাত্রীর অভাবে ধুঁকেছে বাস মালিকরা। এই অবস্থায় ভাড়া বৃদ্ধি না করলে আর রাস্তায় বাস চালানো সম্ভব হবে না।

উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক জানিয়েছেন, ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে বাস মিনিবাসের ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছি আমরা। মঙ্গলবার রায়গঞ্জ বাসস্ট্যান্ডে থাকা সমস্ত বেসরকারি বাস ও মিনিবাসে ভাড়া বৃদ্ধি না হলে বাস মিনিবাস পরিষেবা অনিশ্চিত এই বলে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *