
সাথী দাস, পুরুলিয়া, ৪ আগস্ট: জেলায় অ্যাকটিভ করোনা আক্রান্ত একশ ছাড়িয়ে গেল। আজ পুরুলিয়া জেলাজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ জন। আর এতেই অ্যকটিভ আক্রান্তের গণ্ডি একশ ছাড়িয়ে হল ১০৭।এর মধ্যে রঘুনাথপুর থানার এক পুলিশ কর্মীও রয়েছেন।
এদিন অবশ্য রঘুনাথপুর থানা চত্বর জীবাণু মুক্ত করা হয়। পুলিশ কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সব মিলিয়ে আজকের আক্রান্তদের মধ্যে বেশির ভাগই হচ্ছেন আদ্রা ও পুরুলিয়া শহরের বাসিন্দা। আজ জেলায় মোট ৮২৮ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জেলায় কনটেইনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৪টি। এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী সবমিলিয়ে এখন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা হল ২৭৭ জন। মোট ১৬৯ জন করোনা মুক্ত হয়ে গেছেন।