রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩৩, মোট আক্রান্ত ছুঁল ৫৫০

রাজেন রায়, কলকাতা, ২৯ এপ্রিল: রাজ্যের হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ৫৫০। বুধবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩৩। পাশাপাশি, ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে সুস্থ হয়ে উঠেছে ১২৪ জন। তবে এই সময়ের মধ্যে নতুন করে কোনও ব্যক্তির মৃত্যু হয়নি বলেই জানিয়েছেন মুখ্যসচিব। মৃতের সংখ্যা ২২। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের ঘটনা ৬৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৫ জন। কেন্দ্র রাজ্যের হিসেবে পার্থক্য রয়েছে ২৯ জনের।

তিনি এও জানান, এ রাজ্যে মহিলাদের থেকে পুরুষরাই বেশি আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে দৈনিক পরীক্ষা হতে পারে সর্বাধিক ১৪৫০টি নমুনা। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় হয়েছে ১৪০০টি নমুনা পরীক্ষা। অর্থাৎ যা ক্ষমতা কার্যত তার পুরোটাই ব্যবহার করা হয়েছে। এদিনও, কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগণা থেকে ৮৮ শতাংশ আক্রান্তের খবর এসেছে। রাজ্যে যে আক্রান্ত রয়েছেন, তাঁদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ মহিলা। পাশাপাশি, মোট ঘটনার ৫১ শতাংশের ক্ষেত্রেই আক্রান্তের বয়স ৪৫ বছরের বেশি। ফলে বয়স্কদের একটু সাবধানেই রাখতে হবে, পরামর্শ রাজ্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *