শুভেন্দুর মিছিলে লোক কমছে, কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ জানুয়ারি: নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বললেন, বিজেপি ভয়ঙ্কর দল। যিনি গেছেন, তাঁর মিছিলে ক্রমশ লোক কমতে শুরু করেছে। আগামীদিনে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন, তাদের কেঁদে কেঁদে কপাল চাপড়াতে হবে। উত্তর ২৪ পরগনার বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

খাদ্যমন্ত্রী বলেন, বিজেপির যে মিছিলে লোক হচ্ছে না, সেখানেই ওরা গণ্ডগোল করছে। বোমা বা পটকা ফাটিয়ে প্রেসের দৃষ্টি আকর্ষণ করছে। ওদের পরাজয় নিশ্চিত।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here