সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুলাই: পুরুলিয়া জেলায় ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার আক্রান্ত হলেন তিন পরিযায়ী শ্রমিক।
আজ ওই তিন ব্যক্তি কোভিড আক্রান্ত হওয়ার খবর জানায় পুরুলিয়া জেলা প্রশাসন। এঁরা সবাই রঘুনাথপুর ২ নং ব্লকের চেলিয়ামার বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসেবে তাঁরা গুজরাট ও তামিলনাড়ুতে কাজ করেছিলেন। সব মিলিয়ে এখন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা হল ১১৪ জন। তবে এঁদের মধ্যে ২০ জন একটিভ। বাকি ৯৪ জন করোনা মুক্ত হয়ে গেছেন। এদিন মোট ৩২৪ জনের নতুন করে লালারসের নমুনা নেওয়া হয়। জেলাশাসক রাহুল মজুমদার পুরুলিয়া শহরের একটি কনটেইনমেন্ট জোন সরেজমিনে খতিয়ে দেখেন।