
আমাদের ভারত, কুমারেশ রায়, মেদিনীপুর, ২৭ এপ্রিল: রামজীবনপুর পৌরসভার পুরাতন বাজারের সব্জী বাজার ও মাছ বাজার স্থানান্তরিত হল হাই স্কুল মাঠ এবং কংসাবতীর মাঠে। বেশ কিছুদিন ধরে রামজীবনপুর পুরাতন বাজারে ভিড় হচ্ছিল। জনবহুল এলাকায় হওয়ায় প্রচুর মানুষ এক সময়ে এসে ভিড় জমাচ্ছিল। সামাজিক দূরত্বের কথা বললেও কেউ কথা শুনছিল না। সেই পরিপ্রেক্ষিতে রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান নির্মল চৌধুরী রামজীবনপুর ফাঁড়ির আইসির সাথে কথা বলে পুরাতন বাজারের সব্জী বাজার ও মাছ বাজার হাইস্কুল মাঠ ও কংসাবতীর মাঠে স্থানান্তরিত করলেন। গতকাল সোমবার সকালে রামজীবনপুর চেয়ারম্যান নির্মল চৌধুরী ও রামজীবনপুর ফাঁড়ির অাইসি রামাসিস চক্রবর্তী স্থানান্তরিত বাজার ও মাছ বাজার ঘুরে দেখেন এবং ক্রেতা বিক্রেতাদের বলেদেন সামাজিক দূরত্ব যেন মানা হয়।