ওমিক্রন আতঙ্ক এবার ভারতেও, বেঙ্গালুরুতে আসা দক্ষিণ আফ্রিকার ২ পর্যটক করোনা আক্রান্ত

আমাদের ভারত, ২৭ নভেম্বর: ব্যাঙ্গালুরুতে আসা দক্ষিণ আফ্রিকার দুই পর্যটক করোনায় আক্রান্ত হয়েছেন। আর এতেই ভারতেও করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রনের আগমনের আতঙ্ক ছড়িয়েছে। ব্যাঙ্গালোরের আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্ট তাদের পজিটিভ এসেছে বলে জানা গেছে।

ব্যাঙ্গালুরুর গ্রামীণ ডেপুটি কমিশনার কে শ্রীনিবাসন জানিয়েছেন, ওই দুই দক্ষিণ আফ্রিকার নাগরিকের সংক্রমনের প্রভেদ ওমিক্রন কিনা তা জানতে পরীক্ষা প্রয়োজন। তিনি জানিয়েছেন, করোনা ছাড়াও আরও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তাদের, সেগুলির রিপোর্ট এলে বোঝা যাবে দক্ষিণ আফ্রিকার ওই দুই পর্যটকের ওমিক্রন ভেরিয়েন্টেই সংক্রমিত কিনা। সেই ফলাফল আসতে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। উভয়ই ব্যক্তিকেই কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলে করোনার নতুন রূপটি সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।

শ্রীনিবাসন জানিয়েছেন, দশটি অধিক ঝুঁকিপূর্ণ দেশ থেকে এখনো পর্যন্ত ৫৮৪ জন ভারতে এসেছেন। তার মধ্যে ৯৪ জন এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। তাদের সকলেরই করোনা পরীক্ষা হয়েছে।

ভারতে এখন করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে‌। কিন্তু দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের একাধিক দেশে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন হানা দিয়েছে। ভারতে এই ওমিক্রনের হানাকে আটকাতে তড়িঘড়ি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমিক্রন মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ সহ টিকাকরণ প্রক্রিয়াকে আরো দ্রুত কার্যকরী করার বিষয়ে পদক্ষেপ করতে বলেছেন প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছে করোনার নয়া স্ট্রেন। বিশ্বব্যাপী এটি ব্যাপক সংক্রামক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে আসা দুজন দক্ষিণ আফ্রিকার নাগরিকের করোনা সংক্রমিত হাওয়ায় আতঙ্ক বাড়লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *