“বেদ থেকেই আধুনিক বিজ্ঞানের উৎপত্তি, বিজ্ঞানের মূল কথা বেদেই নিহিত,” দাবি ইসরোর চেয়ারম্যানের

আমাদের ভারত, ২৫ মে: বেদ থেকেই আধুনিক বিজ্ঞানের উৎপত্তি। বিজ্ঞানের মূল কথা বেদেই নিহিত আছে। এমনটাই দাবি করেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানান বীজগণিত, বর্গমূল, সময়ের ধারণা, স্থাপত্যের গোড়ার কথা বেদেই লেখা ছিল। পশ্চিমের দুনিয়া নিজেদের আধুনিক সভ্যতার জনক বলে মনে করলেও এস সোমনাথ দাবি করেছেন, উন্নত বিশ্ব এগুলি অনেক পরে খুঁজে পেয়েছে শুধুমাত্র। তাদের খুঁজে পাওয়ার অনেক আগে থেকেই এগুলির অস্তিত্ব ছিল।

মধ্যপ্রদেশের উজ্জয়নীতে মহর্ষি পানিনি সংস্কৃত এবং বৈদিক বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসরোর চেয়ারম্যান সংস্কৃত ভাষায় লেখা বেদ কেন প্রথমে তার প্রাপ্য স্বীকৃতি পায়নি, তার ব্যাখ্যা করেন। তিনি বলেন, সংস্কৃত ভাষার নিজস্ব কোনো লিপি ছিল না। কান দিয়ে এবং হৃদয় দিয়ে বেদের শিক্ষা গ্রহণ করতে হতো পড়ুয়াদের। অনেক পরে সংস্কৃতের জন্য দেব নগরী হরফ ব্যবহার শুরু হয়।

ইসরোর চেয়ারম্যানের কথায়, ভাষাগত সমস্যার কারণেই বেদে উল্লেখিত বিজ্ঞানের সূত্র বাকি বিশ্বের কাছে অধরা রয়ে গিয়েছিল। তিনি বলেন, মেধা এবং প্রযুক্তিবিদ্যার জন্য সংস্কৃত সবচেয়ে আদর্শ ভাষা। তাঁর কথায় সংস্কৃত ভাষাকে কিভাবে কম্পিউটারে ব্যবহার করা যায় তা নিয়ে একাধিক গবেষণা চলছে বর্তমানে। এমনকি বিজ্ঞান ও আধ্যাত্ম চর্চা পৃথক নয় বলেও ইসোরোর চেয়ারম্যান নিজের বক্তব্যে উল্লেখ করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here