কালিয়াগঞ্জের ব্লক সভাপতি ও বিধায়কের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বরুনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের, অস্বস্তিতে দল

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাজারু দেবশর্মা দলের ব্লক সভাপতি ও বিধায়কের বিরুদ্ধে মন্তব্য করায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে।

কিছুদিন আগে কালিয়াগঞ্জে বরুনা পঞ্চায়েতের প্রাক্তন বিজেপির প্রধান রীণাবালা দেবশর্মা তৃণমূলে যোগদান করে। মাত্র কয়েকমাসে মোহভঙ্গ হতেই তৃণমূল ছেড়ে নিজের পুরোনো ঘর বিজেপিতে ফিরলেন তিনি। গত মঙ্গলবার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে রীণাবালার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ও জেলার সাধারণ সম্পাদক কার্তিক পাল। তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগদান করা বরুনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাজারু দেবশর্মা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে।

বিজেপিতে ঘর ওয়াপসি প্রসঙ্গে প্রাক্তন প্রধান রীণাবালা দেবশর্মা বলেন, ভয় এবং প্রলোভনে তৃণমূলে গিয়েছিলাম। নিজের ভূল বুঝতে পেরে আবার পুরোনো দল বিজেপিতে ফিরে এলাম।

বরুনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাজারু দেবশর্মা বলেন, দলে আগেই উপপ্রধান হিসাবে তার নাম সিদ্ধান্ত হয়েছিলো। এদিকে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য ও কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় রীনাবালা দেবশর্মাকে আইসিডিএসের চাকরি ও পুনরায় তৃণমূল উপপ্রধানের পদের আশ্বাস দিয়ে তৃণমূলের যোগদান করায়। কিন্তু সেই আশা পুরণ হয়নি, তাই আবার বিজেপিতে চলে গেছে।

অপরদিকে এই বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন, বরুনার উপপ্রধান বাজারু দেবশর্মার বক্তব্য শুনিনি, তৃণমূলের কোনো দুর্দিন আসেনি যে কাউকে ভয় দেখিয়ে এবং লোভ দেখিয়ে তৃণমূলে যোগদান করাতে হবে। রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন দলের কর্মীরা তৃণমূলে যোগদান করছে। তৃণমূলের কোনো কর্মী বা সদস্যের যদি এমন বক্তব্য অথবা ধারণা থাকে তা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, দলীয় মত হতে পারে না। তিনি যদি এই ধরণে মন্তব্য করে থাকে তালে দলের মধ্যে এই নিয়ে আলোচনা করা হবে। যদি তিনি দলীয় নিয়মভঙ্গ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *