গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে ডুবে গেল যাত্রীবোঝাই নৌকা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ মে: আজ বুধবার সন্ধ্যা ৭.৩০টা নাগাদ সুবর্ণরেখার নদীতে ডুবে গেল একটি যাত্রীবাহী নৌকা। ঘটনাটি ঘটে গোপীবল্লভপুর ১ নং ব্লকের আসনবনি গ্রামের ফেরি ঘাটে।
স্থানীয় সুত্রে জানা যায়, এই ফেরি ঘাট দিয়েই প্রতিদিনই অনেকে যাতাযাত করেন। সেই মতো আজকেও একটি নৌকা আসনবনী থেকে জানাঘাটির দিকে যাচ্ছিল সেই সময় সুবর্ণরেখা নদীর মাঝ বরাবর অত্যাধিক স্রোত ও ঝড়ো হাওয়ার কারনে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৩জন শিশু সহ ১৮ জন যাত্রী ছিল। এছাড়াও ১২টি সাইকেল ৩টি মোটরবাইক ছিল। তুলনামূলক জল কম থাকায় ১৮ জনকেই উদ্ধার করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here