করোনা আতঙ্কে রোগীই ভর্তি হচ্ছে না হাসপাতালে, ফাঁকা পড়ে রয়েছে বেড

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩১ মে: করোনা আক্রান্ত রোগীর সংখ্যা উত্তর দিনাজপুর জেলায় ক্রমশ বাড়ছে, আতঙ্কের ছায়া রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালেও। করোনা আতঙ্কে রোগীই ভর্তি হচ্ছে না হাসপাতালে। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০টি বেড থাকলেও ১০০ জন রোগীও ভর্তি নেই, ফলে একপ্রকার হাত-পা গুটিয়েই বসে রয়েছেন হাসপাতালের ইমার্জেন্সি থেকে বিভিন্ন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

করোনা আতঙ্কের কারনেই রোগীরা গুরুতর সমস্যা না হলে ভর্তি হতে চাইছেন না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে হাসপাতালে অযথা করোনা নিয়ে আতঙ্ক না করার জন্য প্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল ‘রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল’। এই গরমের সময়ে হাসপাতালে বেডের চাইতে রোগীর সংখ্যা বেশি থাকে। এইসময়ে অনেক রোগী বেড না পেয়ে মেঝেতে থেকেও বাধ্য হয়ে চিকিৎসা করান। কিন্তু এই করোনা আবহের আতঙ্কে কোনও রোগীই ভর্তি হতে চাইছেন না রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের প্রায় প্রতিটি ওয়ার্ডের সিংহভাগ শয্যা ফাঁকা পড়ে রয়েছে। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক সকলেই রয়েছেন কিন্তু রোগী প্রায় নেই বললেই চলে। বিশেষ করে যেদিন থেকে উত্তর দিনাজপুর জেলায় পরিযায়ী শ্রমিকরা ঢুকতে শুরু করেছে সেদিন থেকেই অস্বাভাবিক ভাবে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে গিয়েছে। যদিও রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কোনও করোনা রোগীর চিকিৎসা করা হচ্ছে না। করোনার জন্য আলাদা হাসপাতাল করেছে জেলা প্রশাসন। তবুও সাধারন মানুষের মধ্যে হাসপাতালে ভর্তি হলে করোনা সংক্রমণ হতে পারে এই আতঙ্ক গ্রাস করেছে। আর এই আতঙ্কেই হাসপাতালে সারি সারি বেড ফাঁকা পড়ে রয়েছে।

হাসপাতালে মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা হাজির রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সকলেই জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে রোগীরা হাসপাতালে ভর্তি হতে চাইছে না। তবে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে যে করোনার কোনও আশঙ্কা নেই তা নিশ্চিত করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here