তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে মেদিনীপুরের মানুষ: শিশির অধিকারী 

আমাদের ভারত, মেদিনীপুর, ২ জানুয়ারি: শুভেন্দুর পর সৌমেন্দু বিজেপিতে যেতেই ক’দিন ধরে তৃণমূলের বাক্যবাণে জর্জরিত কাঁথির অধিকারী পরিবার। সহ্যের সীমা ছাড়াতেই দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন প্রবীণ সাংসদ শিশির অধিকারী। অধিকারী পরিবারকে বেইমান মীরজাফর বলায় শিশির অধিকারী ক্ষোভ উগরে বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে মেদিনীপুরের মানুষ।

তিনি বলেন, আমি তৃণমূলে যোগ দেওয়ার পর দলে দলে লোক যোগ দিয়েছে। এখন আমাকে বলা হচ্ছে বেইমান মীরজাফর। মেদিনীপুরের মানুষ আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে উচিত শিক্ষা দেবে তৃণমূলকে। শুভেন্দু বিজেপিতে যাওয়ার আগে থেকেই মন্ত্রী ফিরহাদ হাকিম তাকে মীরজাফর বলতে শুরু করেন। পরে একই কথা বলতে থাকেন সৌগত রায়। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর গত বুধবার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো শিশিরবাবু সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তারপর থেকেই মুখ খুলতে শুরু করেন শিশিরবাবু। শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কটাক্ষমূলক কথাবার্তা শোনার পর থেকেই ক্ষুব্ধ ছিলেন শিশিরবাবু। মুখ্যমন্ত্রীর মেদিনীপুরের সভাতেও তিনি যাননি। শিশিরবাবু বলেন, তৃণমূল নেতারা শুভেন্দুর বিরুদ্ধে আমাকে দিয়ে কিছু বলাতে চেয়েছিল। কিন্তু শুভেন্দু আমার ছেলে। আমার পরিবারের সম্পদ। তার বিরুদ্ধে কথা বলা সম্ভব নয়। কলকাতায় বসে তৃণমূল নেতারা আমার পরিবারের সম্বন্ধ্যে যা খুশি মন্তব্য করে একেবারে ঠিক করছে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here