নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিলেন তারা শুভেন্দুর সঙ্গেই আছেন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ নভেম্বর : রাস মেলার উদ্বোধন এসে জনজোয়ারে ভেসে গেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিলেন তারা তাঁর সঙ্গেই আছেন। নন্দীগ্রামে রাস মেলার উদ্বোধনে আসার সময় রেয়াপাড়া থেকে বিশাল মোটরবাইক মিছিল করে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়ে রাসমঞ্চ পর্যন্ত নিয়ে আসে। রাস উৎসবের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীও জানিয়ে দিয়েছেন তিনি নন্দীগ্রামের মানুষের পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। তিনি মানব সেবক।

আজ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দুদিনের রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব ছাড়লেও তিনি এখনও নন্দীগ্রামের বিধায়ক। তবে আজ তিনি বিধায়ক হিসেবে আসেননি। এলাকার মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে তিনি এসেছেন। তিনি মঞ্চ থেকে জানান নন্দীগ্রামের সামাজিক, ধর্মীয়, মেলা খেলা সমস্ত অনুষ্ঠানে তিনি আসেন। এই রাস মেলা এবার ৬ বছরে পা দিল। তিনি আগেও এসেছেন এবারও এসেছেন। নির্ধারিত সময়ের প্রায় একঘন্টা পরে এলেও মানুষজন ধৈর্য নিয়ে অপেক্ষা করেছিলেন শুভেন্দু অধিকারীর জন্য, তিনি কি বলেন তা শোনার জন্য।

নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে রেয়াপাড়ায় তাকে অভ্যর্থনা জানাতে ওঁ লেখা হলুদ পতাকা গাড়িতে লাগিয়ে ২০০০ বাইকবাহিনী অপেক্ষা করছিল। শুভেন্দু অধিকারী আসার পরে তাঁকে অভ্যর্থনা জানিয়ে মোটরসাইকেল মিছিল করে রাস উৎসবের মঞ্চে নিয়ে আসে। মোটরসাইকেল মিছিল থেকে রাস্তায় শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি ওঠে এবং “আমরা শুভেন্দুর অনুগামী” এই ধ্বনি ওঠে।

রাস উৎসবের মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং খোল বাজিয়ে রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। আজকের এই রাস উৎসব এর অনুষ্ঠান ঘিরে নন্দীগ্রামের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

গত দু’দিন ধরে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বিভিন্ন কটুক্তি করলেও তিনি আজকের রাসমঞ্চ থেকে বা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও রাজনৈতিক কথা বলেননি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here