জনতার কার্ফুর আবেদনে সাড়া দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার মানুষ

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মার্চ: ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতার জন্য জনতার কার্ফুর আবেদনে সাড়া দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার জনতা। জেলা সদর রায়গঞ্জ শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোতে জনতার কার্ফুতে শ্মশ্মানের নিস্তব্ধতা। রাজ্য সরকারের পরিবহন পরিষেবা বজায় রাখতে সরকারি বাস রাস্তায় নামানোর চেষ্টা করলেও গাড়ির চালক ও খালাসি ছাড়া একজন যাত্রীরও দেখা মেলেনি। করোনা ভাইরাসকে রুখতে রায়গঞ্জের জনতা জনার্দন মোদীজীর আহ্বানে সাড়া দিয়ে আজ সকাল থেকেই নিজেদের বন্দি রেখেছেন ঘরে। উদ্দেশ্য একটাই করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সহায়তা করা।

রায়গঞ্জ ডিপোর কর্তব্যরত চালক থেকে কন্ডাকটর জানালেন, যাত্রী পরিষেবা দিতে বাস বের করার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু একজনও যাত্রী না থাকায় হয় খালি বাস নিয়ে গন্তব্যস্থলে যেতে হবে নয়তো বা ডিপোতেই ফিরিয়ে আনতে হবে বাস। কেননা সাধারন মানুষ জনতার কার্ফুতে সামিল হয়ে আজ রাস্তায় বের হয়নি। শুধু রায়গঞ্জ সরকারি বাস ডিপোই নয়, উত্তর দিনাজপুর জেলার সদর শহর সমস্ত রায়গঞ্জেই যেখানে সকাল থেকেই থাকে মানুষের চরম ব্যস্ততা, লোকজনের সমাগম আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষ জনতার কার্ফুতে শামিল হয়েছেন। নিজেদের বাড়ি ঘর থেকে একজনও আজ বের হননি রাস্তায়।

রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বেসরকারি বাসস্ট্যান্ড যেখানে সকাল থেকেই যাত্রী সাধারণ ও জনকোলাহলে পরিপূর্ণ থাকে আজ সেখানে মানুষ জনতার কার্ফুর আবেদনে সাড়া দিয়ে জনশূন্য। শুধু তাই নয়, সকাল থেকেই রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় জনাকীর্ণ এই পথ ছিল একেবারেই জনমানবহীন শুনশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *