কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কাছে পেয়ে ত্রাণ না পাওয়ার অভিযোগ জানালেন মথুরাপুরের মানুষ

আমাদের ভারত, মথুরাপুর, ৬ জুন: শুক্রবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিলেন দক্ষিন ২৪ পরগণার পাথর প্রতিমা এলাকায়। সেখানে সড়ক ও নদীপথে এলাকা ঘুরে দেখে তারা চলে গিয়েছিলেন। শনিবার সকালে আরও একবার সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে এই মথুরাপুর এলাকায়। সেখানে কাতানদিঘি এলাকায় পরিদর্শনে যান তারা। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথাও বলেন তারা। অবশ্য কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের পেয়ে এলাকার স্থানীয় বাসীন্দারা ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দেন।

এলাকাবাসীদের অভিযোগ আমফানের ফলে এলাকায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তবুও এলাকাবাসী ঝড়ের পর থেকে সেভাবে সরকারি সাহায্য পাননি বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সাধারন একটা ত্রিপল দিলেও সমস্ত ক্ষতিগ্রস্থদের তা দেয়নি। চাল, ডাল বা শুকনো খাবারও তারা ঠিকমতো পাননি। আর সেই কারনেই এদিন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সামনে ক্ষোভ উগড়ে দেন।

পাশাপাশি, এদিন ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। মহকুমাশাসক উত্তেজিত জনতাকে আশ্বস্ত করে ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক বাপি হালদার জানান, এলাকায় পর্যাপ্ত পরিমানে ত্রাণ দেওয়া হয়েছে। যদি কেউ না পেয়ে থাকে তাহলে তাদের জানালে অবশ্যই তারা পাশে থাকবেন। তবে এই আশ্বাসেও ভরসা পাচ্ছেন না এই এলাকার মানুষজন। তাদের দাবি, এই এলাকার দুর্গত, অসহায় মানুষদের পাশে দাঁড়াক সরকার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here