বৃষ্টিতে স্বস্তি মিলল পুরুলিয়াবাসীর

সাথী দাস, পুরুলিয়া, ১৬ মার্চ: শেষ পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস বাস্তব রূপ পেল পুরুলিয়ায়। দিন ভর অস্বস্তি আবহাওয়া কেটে সন্ধ্যে নাগাদ স্বস্তি মিলল পুরুলিয়ায়। ঝির ঝির বৃষ্টি ও ঠান্ডা হাওয়ায় তাপ মাত্রাও কমল পশ্চিমের জেলা পুরুলিয়ায়।

ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত এবং তার জেরে জলীয় বাষ্প ঢোকে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমের শীতল বাতাসের সংঘাতে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে বলে পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। কখনওই একটানা ঝড় বৃষ্টি হবে না। দু-এক ঘন্টার জন্য করে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত এলাকায় এই বজ্রগর্ভ মেঘ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আর সেটাই হল। ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলো পুরুলিয়ায়।

এদিন বিকেল থেকেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। নেমে আসে বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হওয়া। এর জেরে শহরের ব্যস্ততম রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। গত কয়েকদিন ধরে গরমের থেকে সাময়িক স্বস্তি দিল এই বৃষ্টি বলে মনে করছেন পুরুলিয়াবাসী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here