সুশান্ত ঘোষ, হাবড়া, ১১ জুলাই: বড়সড় ডাকাতির ছক বানচাল করল উত্তর ২৪ পরগণার হাবড়া থানার পুলিশ। গ্রেফতার করা হল দুই দুষ্কৃতীকে। শুক্রবার গভীর রাতে হাবড়ার বুদোরহাটি মোড় চত্বর থেকে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়েছে আগ্নেয়স্ত্র সহ ভোজালি চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ বিভিন্ন সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হোসেন আকঞ্জি ও নাজমুল বৈদ্য। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, কাল রাতে পুলিশের টহল দেওয়া একটি জিপ হাবড়ার বুদোরহাটি মোড় হয়ে থানার দিকে ফিরছিল। সেই সময় ওই মোড়ের কাছে একটি অন্ধকার জায়গায় কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের হাতে অস্ত্র দেখে পুলিশ একটু দূরে দাঁড়িয়ে যায়। এরপর এক এক করে সেখানে জড়ো হয় বেশ কয়েকজন যুবক। এই দেখে পুলিশ তাদের ঘিরে ফেলে। কিন্তু দুষ্কৃতিরা বুঝতে পেরে পালাতে থাকে। পুলিশ তাড়া করে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। সুযোগ বুঝে বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়। ধৃতদের কাছে থাকা অস্ত্রশস্ত্র বাজেপ্ত করে পুলিশ। পুলিশি জেরায় দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্য জড়ো হওয়ার কথা স্বীকার করে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিতে নেমেছে হাবড়া থানার পুলিশ।