
আমাদের ভারত, হাওড়া, ২৫ মার্চ: বাজারে ভিড় সামলাতেও লাঠি চালাতে হল পুলিশকে। বুধবার সকালে এই চিত্র দেখা যায় ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া বাজারে। সেখানে অতিরিক্ত জমায়েত সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
সকালবেলা বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়াও অন্যান্য দোকান খোলা হয়। এলাকার লোক বাজারে হুড়োহুড়ি খেয়ে পড়ে। একসঙ্গে ভিড় করে কেনাকাটা করতে থাকে। বাজারের মোড়ে প্রচুর লোক একসঙ্গে জড়ো হয়। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে জমায়েত সরিয়ে দেয়।