সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরিবারের হাতে তুলে দিল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ মার্চ: সিভিক পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন মহিলা। গত ৯মার্চ বর্ধমানের মেমারি থানার পাল্লা গ্ৰামের মানসিক ভারসাম্যহীন সরলা দেবী সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন।

এর দিন কয়েক পরে বাঁকুড়া জেলার ইন্দাস থানার পূর্বপাড়াতে ঐ মহিলা নজরে পড়েন সিভিক ভলান্টিয়ার সাবিরুল ও আগমনীদেবীর। শীর্নকায়, ক্ষুধার্ত মহিলাকে দেখে তারা তার পরিচর্যা করেন। মহিলাকে পরিবারের হাতে ফিরিয়ে দেবার প্রচেষ্টা চালানো হয়। পরে মহিলার পরিচয় উদ্ধার করে তার ছেলেদের খবর দেওয়া হয়।

খবর পেয়ে মহিলার ছেলে ও পরিবারের লোকজন ইন্দাস থানায় হাজির হয়। তাদের দেখতে পেয়ে উৎফুল্ল হয়ে ওঠেন সবাই। পুলিশের এই সহমর্মিতায় আপ্লুত মহিলার পরিবারের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here