ট্রাক ভর্তি নিষিদ্ধ শব্দবাজি আটক করলো তাহেরপুর থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ সেপ্টেম্বর: বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আটক করল তাহেরপুর থানার পুলিশ। সামনেই দুর্গাপুজো। আর দুর্গাপুজোর দিন ১৫ পরেই শুরু হবে দীপাবলি। গোটা দেশে আলো ও বাজির চাহিদা রয়েছে বর্তমানে। তবে শব্দ বাজির ব্যবহার সম্পূর্ণ রূপে বন্ধ করা যাচ্ছে না এখনও। সরকার থেকে বারবার নিষেধাজ্ঞা জারি করলেও গোপনে শব্দবাজির ব্যবহার ও পাচার হয়ে যাচ্ছে ক্রমাগত।

সূত্রের খবর, ট্রাক বোঝাই বিপুল পরিমাণে শব্দবাজি পাচার করা হচ্ছিল ভিন রাজ্য অসমে। নিষিদ্ধ শব্দবাজিগুলি বারাসত থেকে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল অসমে। গোপন সূত্রে খবর পায় তাহেরপুর থানার পুলিশ। এরপরেই পুলিশ অভিযান চালিয়ে বাদকুল্লা থেকে ওই শব্দবাজি ভর্তি ট্রাকটিকে আটক করে। এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে দেখা যায় ট্রাকের মধ্যে ভর্তি ১৫৬০ কিলো নিষিদ্ধ শব্দবাজি। এরপরেই গ্রেফতার করা হয় গাড়ির চালককে। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় কারা জড়িত রয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন উৎসব পূজা-পার্বনে বৈদ্যুতিক আলো প্রদীপের পাশাপাশি বিপুল পরিমাণ বাজি ফাটানো হয়। যার কারণে শব্দ দূষণের পাশাপাশি বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ। লাগামহীন শব্দবাজি ফাটানোর ফলে রাস্তার পশু পাখি থেকে শুরু করে হার্টের রোগীদের মারাত্মকভাবে ক্ষতির সম্ভাবনা দেখা যায়। সেই কারণে সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত শব্দ বাজি। তবুও একশ্রেণির মানুষ গোপনে এই শব্দবাজি বানানো এবং তার ব্যবহার করে আসছে ক্রমাগত। যদিও প্রশাসন তৎপরতার সাথে পুজোর আগে বিভিন্ন বাজির দোকানে অভিযান চালিয়ে একাধিক নিষিদ্ধ বাজি আটক করেন। তবুও রোকা যাচ্ছে না নিষিদ্ধ শব্দ বাজির ব্যবহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *