বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার করল পুলিশ

আমাদের ভারত, কলকাতা, ৬ ফেব্রুয়ারি: সোমবার বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়া এক যুবককে উদ্ধার করল পুলিশ।

কলকাতা পুলিশ এখবর জানিয়ে ফেসবুক পেজে লিখেছে, “সকাল আন্দাজ ১১.২৫। ডিআরও সাউথ ডিভিশন থেকে লালবাজার কন্ট্রোল রুমে খবর আসে, দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুর ওপর দ্বিতীয় পাইলন-এর কাছে পথচারীদের জন্য বসানো ব্যারিয়ারের বাইরের দিক থেকে ঝুলছে এক ব্যক্তি, দেখে মনে হচ্ছে বয়স আন্দাজ ২৫, উদ্দেশ্য স্পষ্টতই নদীতে ঝাঁপ দেওয়া।

খবর পেয়েই কলকাতা ট্র্যাফিক পুলিশ, হেস্টিংস থানা এবং বিপর্যয় মোকাবিলা শাখা (ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজি)-র কাছে তা চালান করে দেওয়া হয় কন্ট্রোল রুম থেকে, ঘটনাস্থলে পৌঁছে যান রিভার ট্র্যাফিক পুলিশ ও পিসিআর-২১ কর্মীরাও।

পুলিশ, ট্র্যাফিক পুলিশ, ডিএমজি, সমস্ত শাখার কর্মীরাই ওই ব্যক্তিকে নিরস্ত করে নামিয়ে আনার চেষ্টা করতে থাকেন, কিন্তু ১১.৫৫ নাগাদ কারোর কথাতেই কান না দিয়ে নদীতে ঝাঁপ দেন যুবক। অবশ্য ততক্ষণে সেতুর কাছে পৌঁছে গিয়েছে রিভার ট্র্যাফিক পুলিশের স্পিডবোট ‘এমভি জয়শ্রী’। যুবককে নদী থেকে উদ্ধার করে জেটি-তে নিয়ে আসা হয়, এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। তাঁর পরিচয় আমরা জেনেছি, এবং এও জেনেছি তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। আমাদের তদন্ত চলছে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সিপাই বিজয় বীর, তাঁর সঙ্গী সিপাই মিন্টু পাল, জিতেন্দ্র নার্জিনারি ও উৎপল বিশ্বাস এবং সিভিক ভলান্টিয়ার সুমন রায়ের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here