বর্ষবরণের রাতে বাজি ফাটানোর সময় বেঁধে দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৬ ডিসেম্বর: বর্ষবরণের রাতে বাজি ফাটবে এবং ডিজে বাজবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই আনন্দ যাতে মাত্রাছাড়া না হয়, তার জন্য বর্ষবরণের রাতে বাজি ফাটানোর সময় বেঁধে দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বলা হয়েছে, শুধুমাত্র রাত ১১টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। এর অন্যথা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় সমস্ত থানাকে এই নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারাও।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, কলকাতা তথা শহরতলির বড় বড় ক্লাব, হোটেল এবং আবাসনকে নোটিশ আকারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই নির্দেশ। রাত ১০টার পর কোনওরকম মাইক বা ডি জে বাজানো যাবে না। আইন লঙ্ঘন করলে তা ডিস প্লে সহ সাউন্ড লিমিটার যন্ত্রে দেখে নিতে পারবেন কর্তারাও। প্রয়োজনে তারা নিজেরাই পুলিশকে ডেকে আইনভঙ্গকারীকে পুলিশের হাতে তুলে দিতে পারেন বলে জানা গিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here